Friday, December 26, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস

প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস

দুর্গাপুর,২৬ ডিসেম্বরঃ আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্ব তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। দলীয় নেতৃত্বের তরফে তাঁকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। যাঁর নেতৃত্ব ভারতের অর্থনীতি ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছিল। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ৯২ বছর বয়সে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দিল্লিতে প্রয়াত হন ড. মনমোহন সিং। সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন জেলাতেও কংগ্রেসের পক্ষ থেকে দিনটি স্মরণ করা হয়। পশ্চিম বর্দ্ধমান জেলার বুদবুদ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জয়গোপাল দের উদ্যোগে মানকর হাটতলা মোড়ে ডঃ মনমোহন সিং এর আবক্ষ প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূর্তিটি উন্মোচন করেন পশ্চিম বর্দ্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এবং পূর্ব বর্দ্ধমান জেলা কংগ্রেস সভাপতি ধূর্জটি বিজয় মাঝি। এরপর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেবেশবাবু ও ধূর্জটীবাবু প্রয়াত মহান নেতার স্মৃতিচারণ করতে গিয়ে ভারতবর্ষের অর্থনীতির উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ গান্ধীবাদী কংগ্রেস নেতা প্রভাত দাস সহ দুই বর্দ্ধমান জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী – সমর্থক ছাড়াও মানকর অঞ্চলের সাধারণ মানুষ। উল্লেখ্য,এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তবে দেবেশবাবুর ফোনে কর্মীদের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করেছেন প্রদীপ ভট্টাচার্য।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments