১১ জানুয়ারী,দুর্গাপুরঃ গ্রামীণ জনগণের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া এমজিএনরেগা (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা) প্রকল্পের নাম পরিবর্তন করেছে বিজেপি সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। এই নাম পরিবর্তনের মাধ্যমে প্রকল্পটির মূল ভাবনা, অধিকার ও গুরুত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস। রবিবার দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ষ্টীল মার্কেট পাঁচমাথা মোড়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এমজিএনরেগা (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা) প্রকল্পের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে প্রতীকি সত্যাগ্রহ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক মহাত্মা গান্ধীর অবদান ও ইউপিএ সরকারের আমলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীজি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং যেভাবে দেশের উন্নয়ন ও দেশের দারিদ্রতা দূর করার জন্য বিভিন্ন জনমূখী প্রকল্প গ্রহণ করেন তার উল্লেখ করেন। পাশাপাশি মোদি সরকার যেভাবে গান্ধীজি নামাঙ্কিত এমজিএনরেগা প্রকল্পকে বিকৃত ও ধ্বংস করার চেষ্টা করছে তার তীব্র নিন্দা করেন। এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অর্গানাইজেশন সেক্রেটারি ও জেলার পর্যবেক্ষক ওমপ্রকাশ জয়সোয়াল সহ জেলা কংগ্রেসের প্রবীন নেতা সুদেব রায়, স্বপন মিত্র,উত্তম রায়,জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না,জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী,জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান বিরেন্দর যাদব,জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত পান্ডা ও দেবাশীষ বিশ্বাস,জেলার বিভিন্ন ব্লকের সভাপতি যথাক্রমে রবীন গাঙ্গুলী,সৌমেন বাউরি,অশোক শাসমল, পূরব ব্যানার্জী,রবীন মিশ্র,মলয় পাল,সুকান্ত দাস,পরিতোষ বাউরি সহ জেলার ও ব্লকের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মীরা।
এমজিএনরেগা-র নাম বদলের প্রতিবাদে কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচী
RELATED ARTICLES



