সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ আগামী লোকসভা ভোটের প্রস্তুতিকে সামনে রেখে আয়োজিত হলো পাণ্ডবেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন। রবিবার বিকেলে সম্মেলনটি হয় ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়া অফিস চত্বরে কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কৌশিক মন্ডল,ব্লক সভাপতি নরোত্তম মন্ডল,যুব নেতা জমুনা ধীবর,সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সমু বকশি,সচিন সিং। এছাড়াও তৃণমূল দলের পক্ষে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যরা। নরেন্দ্রনাথ বাবু বলেন,পাণ্ডবেশ্বর এক সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই আন্দোলন করে ভেঙে দিয়েছে সেই ঘাঁটি। লোকসভার উপনির্বাচনে এবার পাণ্ডবেশ্বর থেকে রেকর্ড ভোটের লিড তৃণমূল পেয়েছে। আসন্ন লোকসভা ভোটে তা বেড়ে এক লক্ষ ২৫ হাজার লিড হবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য নতুন ভোটার লিস্টের কাজে যুব তৃণমূল কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে হবে। এলাকার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের নাম তোলা নিশ্চিত করতে হবে। যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সমু বকশী জানান সংগঠন সহ দলের অন্যান্য কাজে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তারা প্রতিটি এলাকায় প্রতিটি পাড়ায় দলের বার্তা পৌঁছে দেন ।মানুষের সুবিধা, অসুবিধায় পাশে থাকেন। যুবকর্মীরা দলের সৈনিক । প্রতিটি নির্বাচনে যুব কর্মীরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, আসন্ন লোকসভা ভোটেও তারা সেই ভূমিকা পালন করবে। প্রতিটি এলাকায় ব্লক সম্মেলনের মাধ্যমে সেই প্রস্তুতি শুরু হলো বলে জানান সমু বকশী। সম্মেলনে সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের উপস্থিতি থাকার কথা থাকলেও তিনি আসেননি এদিন। অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারনে তিনি অনুপস্থিত ছিলেন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
লোকসভা ভোটের প্রস্তুতির লক্ষ্যে যুব তৃণমূলের রাজনৈতিক সম্মেলন
RELATED ARTICLES