সংবাদদাতা,লাউদোহাঃ কয়লা খনির জন্য পাঁচ বছর আগে জমি অধিগ্রহণ করেছে ইসিএল এর ঝাঁঝরা এরিয়া কর্তৃপক্ষ। কিন্তু এখনও নিয়োগপত্র পাইনি জমিদাতারা। নিয়োগের দাবিতে অনশনে বসলো তারা। ২০১৮ সালের এপ্রিল মাসে ইসিএলের ঝাঁঝরা এরিয়া কর্তৃপক্ষ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের চারটি মৌজা থেকে ৩০ একর জমি অধিগ্রহণ করেছিল। সংস্থার নিয়ম অনুযায়ী দু-একর জমিতে একজন জমিদাতার চাকরি পাওয়ার কথা। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো জমিদাতাদের নিয়োগ পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত নিয়োগের দাবিতে সোমবার ঝাঁঝরা এরিয়ার ম্যানেজারের অফিসের বাইরে অনশনে বসেন জমিদাতারা। অনশন চলে বিকেল তিনটে পর্যন্ত। অনশনকারীদের পক্ষে শুভদীপ মুখার্জি,নীলেশ সাধুরা জানান, পাঁচ বছর আগে জমি অধিগ্রহণ করেছে সংস্থা। দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল,কিন্তু পাঁচ বছরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। নিয়োগে দেরির কারণও জানায়নি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ঝাঁঝরা এরিয়া ও সংস্থার হেড কোয়ার্টার সাকতোড়িয়াতে বিভিন্ন সময়ে আবেদন নিবেদন করেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। তাই দ্রুত নিয়োগের দাবিতে এদিন অনশন কর্মসূচি বলে জানান তারা। বেলা তিনটা পর্যন্ত অনশন চলার পর অনশনকারীদের সাথে কথা বলেন ঝাঁঝরা এরিয়ার জেনারেল ম্যানেজার অজয় কুমার শর্মা। আগামী দুদিনের মধ্যেই নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি বলে জানান জমিদাতারা। এরপরই অনশন তুলে নেন জমিদাতারা।
ঝাঁঝরা এরিয়াতে চাকরিতে নিয়োগের দাবিতে অনশন জমিদাতাদের
RELATED ARTICLES