নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি। সোমবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে বিক্ষোভ দেখালো তারা। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচানো, ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষা, বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখা সহ একগুচ্ছ দাবী নিয়ে বিক্ষোভে সামিল হয় টিএমসিপি। গোলাপবাগ ক্যাম্পাসের হিউম্যানাটিজ বিল্ডিংয়ের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভে বসে। হাতে প্লাকার্ড নিয়ে চলে স্লোগান।এই বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রছাত্রীরা দাবী তোলে, অতি সত্ত্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজ্যপালের হস্তক্ষেপ বরদাস্ত নয় এছাড়াও কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতা করা হয় এই বিক্ষোভ মঞ্চ থেকে। এদিনের বিক্ষোভ সমাবেশে ছাত্রছাত্রীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের একাংশ উপস্থিত ছিলেন।
রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ টিএমসিপির
RELATED ARTICLES