বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রক্ষনাবেক্ষন বন্ধ হয়ে গেছে এমএমএসি টাউনশিপের আবাসনের। একাধিক আবাসন জীর্ণ অবস্থায় পড়ে আছে। রবিবার মধ্য রাতে এমনই এক জীর্ণ আবাসনের দোতলার ছাদের একাংশ ভেঙে পড়ল। দোতলার আবাসনে কেউ না থাকায় বিপদ হয় নি। কিন্ত ভারী কংক্রিটের ছাদের একাংশ সিড়ির ওপর পড়ে। ফলে সিড়ি বেঁকে গেছে। যে কোনও সময় সিড়ি ভেঙে যাবে। বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বলা সত্ত্বেও এডিডিএ কর্তৃপক্ষ আবাসন সংস্কার করছে না। বাসিন্দাদেরও করতে দিচ্ছে না। অধিকাংশ দোতলা আবাসনে লোক নেই। নিচের তলায় লোক আছে। ফলে দোতলার ছাদ সংস্কারের অভাবে নষ্ট হয়ে চাঙড় খসে পড়ছে। একতলার বাসিন্দারা কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন।