সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের একটি বুথে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন শিল্পী বাদ্যকর নামে এক মহিলা। শাসকদলের নির্দেশ মত প্রার্থীপদ প্রত্যাহার না করায় তার দশ বছরের মেয়ে তিথি বাদ্যকরকে তৃণমূলের লোকজন অপহরণ করেছে বলে অভিযোগ ওই মহিলার। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান মেলেনি। রবিবার সকাল আটটা নাগাদ হরিপুর বাজারে স্টেট ব্যাংকের সামনে মঞ্চ খাটিয়ে মেয়ের সন্ধানে সিবিআই তদন্তের দাবিতে অনশন শুরু করেন শিল্পী বাদ্যকর। তিনি জানান, বিজেপির সমর্থনে পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। চাপ দেওয়া সত্ত্বেও প্রার্থিপদ প্রত্যাহার না করে তিনি বাড়ি ছেড়ে অজ্ঞাতবাসে চলে যান। স্বামীর কাছে বাড়িতে থেকে যায় ১০ বছরের মেয়ে তিথি। ২ জুলাই মেয়ে নিখোঁজ হয়। এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাপস মন্ডল নামে এক ব্যক্তি প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছিল। তিনিই মেয়েকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন শিল্পী দেবী। নিখোঁজের পরের দিনই ৩ জুলাই পাণ্ডবেশ্বর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মেয়েকে খুঁজতে কোন পদক্ষেপ নেয়নি। তাই পুলিশের উপরে আস্থা নেই। সিবিআই তদন্ত চাই এই দাবিতেই অনশন বলে জানান শিল্পীদেবী। পুলিশ এবং অভিযুক্তের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মেয়ে নিখোঁজ,সিবিআই তদন্তের দাবিতে অনশনে মা
RELATED ARTICLES