সংবাদদাতা, অন্ডালঃ একশ দিনের প্রকল্প ও আবাস যোজনা প্রকল্পের রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। দ্রুত সেই টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু তাতে কাজ না হওয়ায় বকেয়া টাকা ফিরিয়ে আনতে সোম ও মঙ্গলবার দিল্লিতে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ, দলীয় নেতারা ছাড়াও সেই কর্মসূচিতে যোগ দিয়েছে রাজ্যের কয়েক হাজার জব কার্ড হোল্ডার। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আজ সোমবার প্রতিটি পঞ্চায়েতে বঞ্চিতদের নিয়ে গ্রাম সভা করার। সেই নির্দেশ মেনে আজ খনি অঞ্চলের অন্ডাল, দুর্গাপুর ফরিদপুর, পাণ্ডবেশ্বর ব্লক এ প্রতিটি পঞ্চায়েতে গ্রাম সভা আয়োজিত হয়। বিকেল পাঁচটার সময় মাহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে গ্রাম সভা শুরু হয়। গ্রাম সভা গুলিতে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা কর্মীরাও। গ্রাম সভা নিয়ে অন্যরকম দৃশ্য দেখা যায় অন্ডাল ব্লকের উখরাতে। এখানে একই সময় পঞ্চায়েত অফিসের বিপরীতে ও স্কুল মোড়ে দুটি পৃথক গ্রাম সভা হয়। পঞ্চায়েত অফিসের বিপরীতে আয়োজিত গ্রাম সভায় উপস্থিত ছিলেন উখরা পঞ্চায়েতের উপপ্রধান শরন সাইগল সহ অন্যরা। স্কুল মোড়ে সভাটিতে ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে,পঞ্চায়েত সদস্য রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা।
একশ দিনের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের নিয়ে গ্রাম সভা
RELATED ARTICLES