সার্থক কুমার দে, অন্ডালঃ গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে দামোদর নদীতে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে পরিস্থিতি জটিল আকার নিয়েছে। অশনি সংকেত দেখা দিয়েছে অন্ডাল ব্লকের রামপ্রসাদপুর পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি সংসদে। রামপ্রসাদপুর পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী। নদীর জল স্তর বেড়ে যাওয়ায় রামপ্রসাদপুর পঞ্চায়েতের ২৭৪ ও ২৬৬ নম্বর সংসদ এলাকায় ঢুকতে শুরু হয়েছে নদীর জল। মঙ্গলবার থেকে এলাকায় জল ঢুকতে শুরু করেছিল। তবে বুধবার রাতে জল ঢোকার পরিমাণ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নদীর খুব কাছে রয়েছে ২৭৪ ও ২৬৬ নম্বর সংসদের বসতি এলাকা গুলি। কোথাও কোথাও জল জমেছে হাঁটু সমান। কোথাও আরও বেশি। ক্ষতি হয়েছে বেশ কিছু কাঁচা বাড়ির। স্থানীয় বাসিন্দা তারকনাথ দে, কার্তিক চন্দ্র-রা জানান মঙ্গলবার থেকে জল ঢোকা শুরু হয়েছে। কাল রাতে সেই পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। বেশ কিছু কাঁচা বাড়ির কমবেশি ক্ষতি হয়েছে বলে জানান তারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দ্রশেখর ঘোষ বলেন এদিন সকালে গোটা এলাকা তিনি নিজে ঘুরে দেখেছেন কথা বলেছেন স্থানীয়দের সাথে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে স্থানীয়দের সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান চন্দ্রশেখর বাবু।
রামপ্রসাদপুরে বসতি এলাকায় ঢুকছে নদীর জল,আতঙ্কিত বাসিন্দারা
RELATED ARTICLES