নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ কার্জন গেটের উল্টোদিকে কোর্ট কম্পাউণ্ডে ঢোকার মুখে ব্যারিকেড করে পুলিশ এসএফআই সমর্থকদের মিছিল আটকে দেয়।প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেডে মিছিল আটকে পড়ে। বৃহস্পতিবার বেশ কয়েকটি দাবী নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয় এসএফআইয়ের পক্ষ থেকে। গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন,ক্যাম্পাসে বহিরাগত তৃণমূলের দাদাগিরি রুখতে হবে,শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক ফিজ বৃদ্ধি বন্ধ করতে হবে,সরকারি স্কুলবন্ধের বিরুদ্ধে ও কেন্দ্র রাজ্য সরকারের শিক্ষা বিক্রির চক্রান্তের বিরুদ্ধে জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার জন্য পার্কাস রোড থেকে এসএফআই সমর্থকরা মিছিল করে কার্জনগেট চত্বরে উপস্থিত হলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। প্রথম ব্যারিকেড ভাঙার পর দ্বিতীয় ব্যারিকেডে আটকে পড়ে মিছিল।তারা সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে।
বর্ধমানে এসএফআইয়ের মিছিলে উত্তেজনা
RELATED ARTICLES