নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বীরভূমের পর এবার বাঁকুড়ায় আবাস প্রকল্পের হাল হকিকৎ খতিয়ে দেখতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ বাঁকুড়া দুই নম্বর ব্লকের একাধিক গ্রামে কেন্দ্রীয় আবাস প্রকল্পে নির্মীত বাড়ি দেখতে যান ন্যাশানাল মনিটরিং সেলের দুই আধিকারিকের একটি দল। বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের বদড়া ও বনকাটি এলাকায় আবাস প্রকল্পে নির্মীত বাড়ি দেখার পর ফেরার পথে আধিকারিক দলটি বিক্ষোভের মুখে পড়েন নবজীবনপুর গ্রামে। আবাস প্রকল্পের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানির মাঝেই আজ বাঁকুড়া জেলায় কেন্দ্রীয় আবাস প্রকল্পে নির্মীত বাড়ি দেখতে হাজির হয় ন্যাশানাল মনিটরিং সেলের দুই আধিকারিকের একটি দল। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্লকের গ্রামে ঘুরে ঘুরে তাঁরা খতিয়ে দেখবেন আবাস প্রকল্প সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। আজ সকালে বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রথমে বদড়া গ্রামে যায় আধিকারিক দলটি। পরে বনকাটি গ্রাম ঘুরে আধিকারিক দলটি যখন বাঁকুড়ার দিকে ফিরছিল সেই সময় ওই আধিকারিক দলের পথ আটকে বিক্ষোভ দেখান নবজীবনপুর গ্রামের মানুষ। তাঁদের অভিযোগ, আবাস প্রকল্পের উপভোক্তা তালিকায় তাদের নাম নেই। বারে বারে বিভিন্ন সরকারি কার্যালয়ে তারা আবাস প্রকল্পের বাড়ির আবেদন করেও প্রকল্পের সুবিধা পাননি। গ্রামে নেমে গ্রামবাসীদের বাড়ির অবস্থা ঘুরে দেখার জন্য আধিকারিকদের কাছে দাবী জানাতে থাকেন গ্রামবাসীরা। প্রায় ২০ মিনিট ধরে আধিকারিক দলটিকে রাস্তায় আটকে রেখে চলে বিক্ষোভ। পরে নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বিক্ষোভমুক্ত হয় আধিকারিক দলটি।
আবাস দেখতে এসে ফের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল
RELATED ARTICLES