নিজস্ব সংবাদাতা,বর্ধমানঃ তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। দেওয়ানদিঘী থানার তালিত এলাকার ঘটনা। জখম তৃণমূল ছাত্র পরিষদের কর্মী অর্ণব সেনকে ভর্তি করা হয় মঙ্গলবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। বুধবার জখম কর্মীকে হাসপাতালে দেখতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। অর্ণব সেনের বাড়ি পূর্ব বর্ধমানের তালিত গ্রামে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের অভিযোগ, মঙ্গলবার হোলির দিনে তাদের কর্মীরা দলীয় নির্দেশ মেনে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করে। তাতে অর্ণব সেনও ছিল।দুপুর থেকেই বিজেপির কর্মীরা আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তি করতে থাকে।বাঘাড় ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব সেন রাতে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে বিজেপি কর্মীরা ব্যাপক মারধর করে।তার মাথায় রড দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকরা তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন। তার দাবী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষ বর্ধমান পা রাখার পর থেকেই শান্ত বর্ধমানে অশান্তি ছড়াচ্ছে বিজেপি। এতে দিলীপ ঘোষ নিজে উত্তেজিত করছেন দলীয় কর্মী সমর্থকদের। একই অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝাঁ আজাদ। তিনি বলেন, দিলীপ ঘোষের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এই ঘটনা। দিলীপ ঘোষ এখানে গুণ্ডামি করতে এসেছেন। তাই বিজেপি কর্মীদের হাতে তাদের দলের কর্মী আক্রান্ত হয়েছে। আহতকে আমি হাসপাতালে দেখলাম। তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করেন বিজেপির জেলা যুবমোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ। তিনি বলেন, ওটা সম্পূর্ণ মাতালদের মধ্যে ঝামেলা। এরসঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝাঁ আজাদ এই সব মিথ্যা অভিযোগ করে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছেন। এতে কিছু লাভ হবে না।
ভোটের জন্য মায়ের কাছে আসিনি-দিলীপ ঘোষ
দুদিন ধরে মাঠে নেমে চালিয়ে খেলছেন দিলীপ ঘোষ। এরমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুক্তি করে তিনি রীতিমতো বিতর্কের সঞ্চার করেছেন। এই সুযোগে তৃণমূল কংগ্রেসও দিলীপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছে। এমনকি দুর্গাপুরের তৃণমূল আইনজীবী সেলের পক্ষে দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআরও করা হয়েছে। এসব এক পাশে সরিয়ে বুধবার দুপুরে বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। এদিন মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, “ভোটের জন্য মায়ের কাছে আসেন নি। ভোট ছোট ব্যাপার। মানুষ এমনিতেই ভোট দেবেন”। এরপর দলের কর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন তিনি।