সাথী প্রামানিক,পুরুলিয়া,৮ জানুয়ারিঃ শোষণ ও বঞ্চনার অভিযোগ তুলে পথে নামলেন সংগঠিত আদিবাসীরা। এদিন পুরুলিয়া শহরে জমায়েত করে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করে আদিবাসী অধিকার মঞ্চের পুরুলিয়া শাখা। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের কাছে বিভিন্ন দাওয়া ভিত্তিক স্মারকলিপি প্রদান করেন তাঁরা। আন্দোলনকারী আদিবাসীদের দাবি, সমস্ত ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র বাতিল করতে হবে। এছাড়া তাঁদের দাবি ল্যাম্পস ( লার্জ এরিয়া মাল্টিপারপাস সোসাইটিস)র শূন্যপদ গুলিতে কর্মচারী নিয়োগ করতে হবে,ল্যাম্পস সমিতির বোর্ড গঠন করা,ছাগল পালনের ২ কোটি টাকা স্বনির্ভর গোষ্ঠী গুলোকে প্রদান সহ বিভিন্ন দাবি জানিয়ে আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
শোষণ ও বঞ্চনার অভিযোগ তুলে পথে সংগঠিত আদিবাসীরা
RELATED ARTICLES