নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে’র ডাঃ কাদম্বিনী গাঙ্গুলী বিজ্ঞান কেন্দ্র ও আচার্য সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে বুধবার বিকেল ও সন্ধ্যের দিকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড ও বেনাচিতির প্রান্তিকা বন্ধু মহলে দুটি পথ সভা অনুষ্ঠিত হয়। হাতরাসে ধর্মীয় সমাবেশে সাংগঠনিক ও প্রশাসনিক চূড়ান্ত অব্যবস্থার কারনে ধর্মীয় উন্মাদনা ও গণ হিস্ট্রিরিয়ায় আক্রান্ত আড়াই লক্ষাধিক মানুষের পায়ে পিষ্ট হয়ে ১৩০ জন মানুষের অকাল মৃত্যুর ঘটনাকে ধিক্কার,প্রতিবাদ ও মৃতদের স্বজনদের উদ্দেশ্যে সমবেদনা জানানো হয় এই পথসভা থেকে। সেই সঙ্গে সৎসঙ্গ নামধারী স্বঘোষিত গুরু ভোলে বাবা সহ আয়োজকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে মহারাষ্ট্রের অন্ধ শ্রদ্ধা নির্মূলন সমিতির নেতা শহীদোত্তর পদ্মশ্রী ডাঃ নরেন্দ্র দাভোলকারদের উদ্যোগে মহারাষ্ট্রে ২০১৩ সালে কুসংস্কার বিরোধী আইন চালুর কথা উপস্থাপন করে তা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে চালু করার দাবি করা হয়। পথসভায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে’র রাজ্য কমিটির সদস্য রাম প্রণয় গাঙ্গুলী। এ’ছাড়াও এই সভায় কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন সজল বোস,কে এফ. আর.সিদ্দিকী ও পুলক তেওয়ারি। উপস্থিত ছিলেন দেবব্রত চৌধুরী,বরুণ ঘোষ, সোমনাথ বিশ্বাস,মিঠু চক্রবর্তী তুহিন দত্ত,জয় নন্দী,নিরঞ্জন পাল,উৎপল প্রমুখ।
কুসংস্কারের বিরুদ্ধে আইনের দাবিতে সোচ্চার বিজ্ঞান মঞ্চ
RELATED ARTICLES