Thursday, January 29, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক,ডিএসপিতে স্ট্রাইক নোটিশ আইএনটিইউসির

১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক,ডিএসপিতে স্ট্রাইক নোটিশ আইএনটিইউসির

সংবাদদাতা,দুর্গাপুরঃ  আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। দাবিগুলির মধ্যে রয়েছে আইন করে শ্রমিকদের নূন্যতম অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে,লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ব্যক্তিগত মালিকের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে,কৃষকদের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে,দেশ জুড়ে বিপুল বেকারত্বের বিরুদ্ধে,শিক্ষা শেষে কর্ম সংস্থানের দাবিতে,ধর্মীয় সংঘাত জিইয়ে রেখে দেশের যুবকযুবতীদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে। ধর্মঘটে সামিল হচ্ছে আইএনটিইউসি, সিটু,এআইটিইউসি,এইচএমএস সহ দেশের ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। এই ধর্মঘটে বিএমএস অংশ নিচ্ছে না। সেই ধর্মঘটের আগে নিয়ম মতো ১৫ দিন আগে কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়ে থাকে। সেই অনুযায়ী মঙ্গলবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) ইস্পাত ভবনের ডিআইসি কার্যালয়ে স্ট্রাইক নোটিশ দিয়েছে ‘আইএনটিইউসি’ অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’। সংগঠনের সদস্যরা মিছিল করে ডিআইসি কার্যালয়ের সামনে জমায়েত হন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেছেন, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলোকে বেসরকারিকরণের প্রতিবাদে,ঠিকা শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি সহ মোট ৪ দফা দাবিতে এই নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের ধর্মঘট সফল করারও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার,রীপা দাস চৌধুরী,শুভঙ্কর বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments