Saturday, May 24, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গ২০ মে দেশজুড়ে সাধারণ ধর্মঘট স্থগিত

২০ মে দেশজুড়ে সাধারণ ধর্মঘট স্থগিত

সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রস্তাবিত ২০ মের ডাকা ধর্মঘট স্থগিত রেখে পরিবর্তে আগামী ৯ জুলাই সেই ধর্মঘট পালিত হবে। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি বাতিলের দাবি সহ শ্রমিক স্বার্থে একাধিক দাবি সামনে রেখে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী ২০ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু, এরমধ্যে কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের নির্মম মৃত্যুর ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্থানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁন্দুর এর পরিপ্রেক্ষিতে আপাতত ২০ মের ধর্মঘট পিছিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক তথা রাজ্য আইএনটিইউসি-র অন্যতম সম্পাদক রজত দীক্ষিত জানিয়েছেন, দিল্লিতে গত ১৫  মে আইএনটিইউসি, সিটু,এইচএমএস, এআইটিইউসি সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন বসে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তার পরিবর্তে ওই ধর্মঘট পালিত হবে ৯ জুলাই। তবে,রজতবাবু জানিয়েছেন, ২০ মে সারা দেশে সমস্ত শিল্প কারখানা গুলিতে ধর্না,অবস্থান, গণবিক্ষোভ দেখানো হবে। কেন্দ্রীয় শ্রমিক নেতৃত্বের তরফে বলা হয়েছে, দেশের মানুষ যখন সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন অন্য দিকে কেন্দ্রীয় সরকার শ্রম কোড-সহ শ্রমিক-বিরোধী নানা সিদ্ধান্ত কার্যকর করে চলেছে। কেন্দ্রের বিজেপি সরকারের নীতির প্রতিবাদ ও শ্রমজীবী মানুষের দাবি সামনে রাখার পাশাপাশিই সাম্প্রদায়িকতা,যুদ্ধ-উন্মাদনার বিরুদ্ধে, জাতের লড়াইয়ের বিরুদ্ধে  ৯ জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে দেশজুড়ে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ধারাবাহিক প্রচার অভিযান চালাবে শ্রমিক সংগঠনগুলি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments