দুর্গাপুর,২১ ডিসেম্বরঃ সংবিধান-প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে বিরোধী দলগুলি। রাজ্যের অন্যান্য এলাকার সঙ্গে দুর্গাপুরেও এর প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। এদিন দুর্গাপুরে বেনাচিতির পাঁচ মাথা মোড়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে সংবিধানের জনক ডক্টর বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের অপমানের তীব্র প্রতিবাদ করা হয়। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা অসম্মানজনক কুরুচিকর মন্তব্য করা এবং রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গেকে হেনস্থা করার প্রতিবাদে কংগ্রেসকর্মীরা বিক্ষোভ দেখান ও অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচিতে ছিলেন প্রবীণ নেতা সুদেব রায়,জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, দুর্গাপুর ১নং ব্লক সভাপতি রবীন গাঙ্গুলী,২ নং ব্লক সভাপতি সৌমেন বাউরী,৩ নং ব্লক সভাপতি অশোক শাসমল, জেলা সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ দলের কর্মী- সমর্থকরা।
আম্বেদকরকে অপমানের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের
RELATED ARTICLES