সংবাদদাতা, দুর্গাপুর: তার অনুপ্রেরণা ও উদ্যোগে গড়ে উঠেছিল ইস্পাত নগরীর এডিসন রোডে আমরা কজন বয়েজ ক্লাব। প্রথম থেকেই এই ক্লাব বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়। ছিল নিয়মিত রক্তদান শিবির আয়োজন। ২৮ আগস্ট ছিল ক্লাবের সেই প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত প্রশান্ত মজুমদারের ৬৪ তম জন্মদিন। এই উপলক্ষে তাঁকে স্মরণ করে ক্লাবে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। দিনভর চলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএমসি র প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর সদস্য রাখী তেওয়ারী, এ ডি ডি এর চেয়ারম্যান কবি দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবি সুদেব রায়, প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ, ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক কবি ঘোষ সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু গণ্যমান্য মানুষ। স্মৃতিচারণার আবহের মধ্যেই রক্তদান কর্মসূচি হয়ে ওঠে এক মানবিক মিলনক্ষেত্র। মোট আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল,মিশন হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল। ক্লাবের পক্ষে জয় মজুমদার জানান, এই দিনটি প্রতি বছর ‘আমরা কজন বয়েজ ক্লাব’দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রশান্ত মজুমদার শুধু ক্লাবের নয়, সমাজেরও প্রেরণা ছিলেন। তিনি জানান, তাঁর স্মৃতিকে জীবিত রাখতে রক্তদানের মতো জীবনদায়ী কর্মসূচির চেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি আর কিছু হতে পারে না।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন
RELATED ARTICLES