জয় লাহা,দুর্গাপুর,১৪ অক্টোবরঃ ‘অমৃত কলস’ পৌঁছাল দুর্গাপুর পূর্ব আঞ্চলিক সিআরপিএফ ক্যাম্পে। প্রসঙ্গত ৩০ জুলাই প্রধানমন্ত্রী ১০৩ তম ‘মন বাত গত’ মেরি মাটি মেরা দেশ’ প্রচারের উদ্বোধন করেন। এই অভিযানের লড়াই দেশের শহীদ বীর ও বীরনাদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ‘অমৃত কলস যাত্রা’। দেশের বিভিন্ন স্থান থেকে মাটি এবং গাছ নিয়ে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করবে ‘অমৃত কলস যাত্রা’। যে মাটি এবং গাছ দিয়ে স্মৃতি সৌধ অমৃত বটিকা তৈরী হবে। আর ‘এক ভারত, শ্রেষ্ঠ বটিকা’ হয়ে উঠবে। ঐতিহাসিক যাত্রায় দিল্লিতে অমৃত বাটিকা নির্মাণের জন্য দেশের প্রতিটি প্রান্ত থেকে মাটি আনা হবে। এই যাত্রা দেশের বীর শহিদদের সম্মান করবে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতীর চেতনাকেও এগিয়ে নিয়ে যাবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই উদ্যোগে এই যাত্রা পূণ্যভূমি বাংলার বহু জায়গা থেকে কলসে মাটি সংগ্রহ করে দুর্গাপুরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ক্যাম্পে পৌঁছেছে। এদিন অনুষ্ঠানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স দুর্গাপুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দেবব্রত ভট্টাচার্য, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মেডিকেল) ডাঃ গিয়াসউদ্দিন,ডেপুটি কমান্ড্যান্ট মিঃ রাজদীপ গুপ্ত, মিঃ সন্দীপ, মিঃ এলআর মুর্মু সহ কয়েক’শ জওয়ান অফিসার অমৃত কলস যাত্রা কে স্বাগত জানান।
দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে পৌঁছালো ‘অমৃত কলস’
RELATED ARTICLES