Saturday, May 10, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গগভীর রাতে ডেরায় হানা,তামিলনাড়ুর তিন দুষ্কৃতিকে ধরল পুলিশ

গভীর রাতে ডেরায় হানা,তামিলনাড়ুর তিন দুষ্কৃতিকে ধরল পুলিশ

দুর্গাপুর,২৮ এপ্রিলঃ  রবিবার গভীর রাতে দুষ্কৃতিদের ডেরায় হানা দিয়ে তামিলনাড়ু থেকে আসা একটি দুষ্কৃতি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। জানা গেছে,এই চক্রটি বেশ কয়েক বছর ধরেই বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে কৌশলে কম্পিউটার,ল্যাপটপ ও মোবাইল চুরির সঙ্গে যুক্ত। এরা বছরের একটি নির্দিষ্ট সময়ে দুর্গাপুরে এসে এখানে কাজ করার নাম করে স্থানীয় এলাকায় ঘর ভাড়া করে এবং সেখান থেকেই রাতের বেলা চুরির কাজ করতে বের হতো। এই ধরনের অভিযোগ পুলিশের কাছে আসার পর সক্রিয় হয়ে ওঠে কোক ওভেন থানার পুলিশ। তারা গোপনে এদের সন্ধান করতে থাকে। অবশেষে সেই গ্যাংটিকে ধরতে সফল হয় পুলিশ। জানা গেছে, স্থানীয় লিলুয়া বাঁধ এলাকার একটি বাড়ি থেকে ভিন রাজ্যের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ওই ঘর থেকে ৩ টি ল্যাপটপ ৩৪ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ধৃত তিনজন হল কুমার আপ্পারাও,জি কুমার ও পি বালাজি। এদের বয়স ২২ থেকে ২৪। এরা তামিলনাড়ুর ভেলোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার তাদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়। এদের জেরা করে পুলিশ আরও তথ্য জানার উদ্দেশ্যে এদের ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।  কিন্তু,কিভাবে এরা এই সব জিনিস চুরি করত? জানা গেছে, এই চক্রের একজন বোবা সেজে দিনের বেলায় বিভিন্ন বাড়িতে গিয়ে সাহায্য চাওয়ার নাম করে কোন বাড়িতে কম্পিউটার,ল্যাবটপ ও দামি মোবাইল আছে,সেই বাড়িগুলিকে চিহ্নিত করে নিত। এরপর গভীর রাতে অন্য সঙ্গিরা মিলে সেই সব বাড়িতে হানা দিয়ে কৌশলে দামি মোবাইল,কম্পিউটার,ল্যাপটপ চুরি করে নিজেদের ডেরায় ফিরে আসত। পরে সুযোগ বুঝে এই সব জিনিসগুলি নিয়ে তামিলনাড়ুতে ফিরে গিয়ে সেখানে সেগুলি বিক্রি করে রোজগার করত। এটাই এদের পেশা বলে জানতে পেরেছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments