নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ খন্ডঘোষের শ্যুট আউট কান্ডে অবশেষে ধরা পড়ল অভিযুক্ত। কয়েক ঘন্টার মধ্যেই ভিকু শেখ নামে ওই অভিযুক্তকে জামালপুর এবং হুগলীর সীমান্ত এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র আটক করেছে পুলিশ। ওই বন্দুক দিয়েই সে গুলি চালিয়েছিল বলে অনুমান করা হচ্ছে।উল্লেখ্য,পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়িন গ্রামে দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হন আড়িন গ্রামের এক যুবক।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সাতসকালে গ্রামে গুলির আওয়াজ পেয়ে হতবাক গ্রামের আহতের নাম অভিজিৎ রায়। ডাকনাম দুষ্টু। এলাকার বাসিন্দা তপন কুমার রায় জানান,ছেলেটির পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসা।এদিন ভোরে গ্রামের বাসিন্দারা যখন প্রাতভ্রমণে ছিলেন তখন গুলির আওয়াজ পেয়ে তারা ছুটে আসেন। এসে দেখেন আহত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারা ধরাধরি করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার সময় বাড়িতে ছিলেন বৃদ্ধা সন্ধ্যা রায়। তিনি জানান, সেহারার দিক থেকে বাইকে একজন আসে। সে নাকি অভিজিতের কাছে টাকা পেত। এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছিল। তবে তেমন কোনো বচসাও হয়নি। হঠাৎই বাথরুম থেকে বেরিয়ে আসার সময় অভিজিতের উপর গুলি চালায় আক্রমণকারী।এরপর আক্রমণকারী বাইক চালিয়ে গ্রাম থেকে বেরিয়ে যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
খন্ডঘোষের শ্যুট আউট কান্ডে অবশেষে ধরা পড়ল অভিযুক্ত
RELATED ARTICLES