দুর্গাপুর,২৩ ফেব্রুয়ারীঃ রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সম্মিলিত উদ্যোগে দুর্গাপুরে তিনদিনব্যাপী এক শিবিরে শতাধিক প্রতিবন্ধী মানুষকে বিনামূল্যে মোট ২৫টি কৃত্রিম হাত ও ৯০টি কৃত্রিম পা দেওয়া হল। প্রসঙ্গত,দুর্ঘটনা সহ আরও নানা কারণেই বহু মানুষ তাদের হাত বা পা হারিয়ে ফেলেন। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে বর্তমানে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ কিনতে পাওয়া যায়। কিন্তু, খুব সাধারন মানুষ যাদের আর্থিক অবস্থা ভালো নয়,তাদের পক্ষে এইসব কৃত্রিম অঙ্গ কেনা সম্ভব হয় না। তাদের কথা ভেবেই এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব ময়দানে আয়োজিত এক শিবিরে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা প্রতিবন্ধীদের মধ্যে এই কৃত্রিম অঙ্গগুলি প্রদান করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী,দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়,রোটারিয়ান অশোক আগরওয়াল,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্তা,সমাজসেবী রোটারিয়ান সুবীর রায়,রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ, গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক মুকুট নাহা প্রমূখ।
