নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের অনুপ মাজি ওরফে লালার আগাম জামিনের আবেদন খারিজ করল বাঁকুড়া জেলা আদালত। ২০১৭ সালে বেআইনিভাবে কয়লা উত্তোলন সহ বিভিন্ন ধারায় লালার বিরুদ্ধে মামলা হয়। আজ লালার আইনজীবী বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই বাঁকুড়ার মেজিয়া ব্লকের কালিকাপুর গ্রামের বাসিন্দা কালিদাস বন্দ্যোপাধ্যায় অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধে বাঁকুড়া জেলা আদালতে অভিযোগ জানান। আদালতের নির্দেশে মেজিয়া থানা তদন্ত শুরু করে। তদন্ত শেষে ২০২১ সালে মেজিয়া থানার পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। সেই চার্জ শিটে লালার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৯, ৪১১, ৪১৩, ৪১৪, ৪০২, ১২০ বি, ৩০(২) কোল মাইন্স ন্যাশানালাইজড আইন ও ৯(বি) ইন্ডিয়ান এক্সপ্লোসিভ আইনে চার্জ আনা হয়। এরপর গত ২০২১ সালের ১০ সেপ্টেম্বর এই মামলায় লালার আইনজীবী বাঁকুড়া জেলা আদালতে জামিনের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে আদালত। ওই বছরই ২২ অক্টোবর এই মামলার শুনানির আগেই নট প্রেস করে লালার আইনজীবী। বুধবার ফের ওই মামলায় লালার আইনজীবী বাঁকুড়া জেলা আদালতে লালার আগাম জামিনের আবেদন জানান। আদালত সেই আবেদন নাকচ করে দেয়।
ফের অনুপ মাজির আগাম জামিনের আবেদন খারিজ বাঁকুড়া আদালতে
RELATED ARTICLES