নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রত্যাশা মতোই বাঁকুড়ার প্রার্থী হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা ও জেলা সাংগঠনিক সভাপতি অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিষ্ণুপুরের বর্তমান সাংসদের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খাঁকে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকাও ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে জনগর্জন সভায় বাঁকুড়ার বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনগর্জন সভার রম্পে অন্যান্য প্রার্থীদের সঙ্গে হাঁটতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মন্ডল খাঁকে। এদিকে বাঁকুড়ায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসিত জেলা তৃণমূল কর্মীরা। বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে এদিন জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পক্ষ থেকে সবুজ আবির খেলে, মিষ্টিমুখ করে, বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন কর্মীরা। বাঁকুড়ার ভূমিপুত্র, বর্ষিয়ান পোড়খাওয়া রাজনীতিবিদ, বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে দল প্রার্থী করাই খুশি তৃণমূল কর্মীরা। খুশি অরূপ চক্রবর্তীও বিগ্রেড গ্রাউন্ড থেকে থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে তার মাথার উপর। তিনি এবার পার্লামেন্টে গিয়ে বাঁকুড়ার মানুষের কথা বলবেন। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বর্তমান বিজেপির সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খাঁকে। তার সমর্থনে পথে নামে দেওয়াল লিখন করলেন জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব।এই নির্বাচনে সুজাতার হাত ধরে সৌমিত্র খাঁ এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হবে প্রতিক্রিয়া তৃণমুল জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যালের।
বাঁকুড়ায় অরুপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মন্ডল,খুশির হাওয়া জেলায়
RELATED ARTICLES