প্রণয় রায়,দুর্গাপুরঃ বাংলায় বারো মাসে তোরে পার্বণ আছে ঠিকই। তারমধ্যে বাঙালির নিজস্ব এক উৎসব হল নববর্ষ। বছরের প্রথম দিনটি ১ লা বৈশাখ হিসেবে বাঙালির কাছে খুবই একটি শুভ দিন। এই দিন নানা ভালোকাজের শুভারম্ভ করা হয়। ব্যবসার ক্ষেত্রে নতুন খাতা চালু করা হয়। শুধু দোকানে বাজারেই পুজো হয় হয় এমনটা নয়। খেলার মাঠেও ১ লা বৈশাখ এক শুভ দিন। তাই,তাই সারা রাজ্যেই বড় বড় ক্লাবগুলির পাশাপাশি অনেক সংস্থার মাঠেই দেখা যায় বার পুজো করতে। যেমন দেখা গেল বাংলা নববর্ষ ১৪৩১ সালের পয়লা বৈশাখ উপলক্ষ্যে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে নন্ কোম্পানি রিক্রিয়েশন ক্লাব পরিচালিত ফুটবল আকাদেমীর বার পুজো অনুষ্ঠিত হল। ক্লাব সম্পাদক বিপ্লব চৌধুরী জানান, ২০১৮ সাল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের শিশু ও কিশোরদের নিয়ে ক্লাবের পরিচালনায় একটি ফুটবল আকাদেমী খোলা হয়েছে। দুর্গাপুরের অভিজ্ঞ ফুটবল কোচেদের তত্বাবধানে এই আকাদমির কর্মকান্ড যথেষ্ট প্রশংসার। ক্রীড়া সম্পাদক সঞ্জয় মন্ডল জানান, নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের ফুটবল শিক্ষার্থীরা দুর্গাপুর মহকুমা জুনিয়র ও সাব জুনিয়র ফুটবল লীগে ইতিমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছে। নতুন বছর যাতে আমাদের এই আকাদেমি ভালো করে চলে সেই লক্ষ্যেই বার পুজো করা হয়।
নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবে বার পুজো
RELATED ARTICLES