Thursday, October 31, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিজেপি সমর্থক এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি সমর্থক এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ খাতড়ার বিজেপি সমর্থক এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর পাশাপাশি তাঁর দোকানের এক কর্মীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত দুজনকেই খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবী, দলের কারো দাদাগিরি রেয়াত করা হবে না। আইন আইনের পথে চলবে। বাঁকুড়ার খাতড়ার সিনেমা রোডে নিজস্ব দোকানে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা স্বরুপ মন্ডল। ব্যবসায়ী স্বরুপ স্থানীয় এক তৃণমূল কর্মীর কাছে তিনি বেশ কিছু টাকা পেতেন। সম্প্রতি দোকানের কর্মীকে দিয়ে সেই টাকা চেয়ে পাঠান স্বরুপ মন্ডল। অভিযোগ  গতকাল রাতে আচমকাই সেই তৃণমূল কর্মীর নেতৃত্বে তিন জন তৃণমূল কর্মী হামলা চালায় স্বরুপ মন্ডলের উপর। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন দোকানের এক কর্মচারীও। রাতেই আহত ব্যবসায়ী ও দোকানের কর্মচারীকে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির দাবী ব্যবসায়ীদের আতঙ্কের মধ্যে রেখে তোলাবাজির উদ্যেশ্যেই এই আক্রমণ করা হয়েছে। আর এই ঘটনায় প্রত্যক্ষ মদত রয়েছে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির। তৃণমূলের দাবী কারো দাদাগিরি তৃণমূল রেয়াত করবে না। এভাবে মারধর বরদাস্ত করা হবে না। আইন আইনের পথেই চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments