বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ক্ষুদ্র, ছোট ও মাঝারি এই তিনটি শিল্প সংস্থার অধীনে মহিলাদের স্বনির্ভর করতে বিউটিশিয়ান কোর্স করানো হবে। সোমবার দুপুরে দুর্গাপুর বণিক সভার দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানান সংশ্লিষ্ট দপ্তরের জয়েন্ট ডিরেক্টর প্রদীপ কুমার দাস। একই সঙ্গে তিনি জানান আগামী নভেম্বর মাসে বিনামূল্যে কসমেটিক ও বিউটিশিয়ান কোর্স করানো হবে। প্রশিক্ষণ শেষে মহিলারা যাতে নিজস্ব পার্লার বা স্যালন খুলে সাবলম্বী হতে পারেন তার জন্য ব্যাঙ্কের সঙ্গে কথা বলে ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। ঋণ শোধের ক্ষেত্রে ২০ – ৩৫ শতাংশ ভতুর্কি পাওয়া যাবে। প্রশিক্ষন নেওয়ার ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা অগ্রাধিকার পাবেন। প্রদীপ কুমার দাস বলেন ‘এই মুহুর্তে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের পাশাপাশি স্বনির্ভর হওয়ার সুযোগ সব থেকে বেশি। এক্ষেত্রে ফুড সেক্টারের পরে বিউটি ও হেলথ সেক্টারে কাজের সুযোগ সব থেকে বেশি। মানুষ এখন স্বাস্থ্য নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার ব্যাপারে যথেষ্ট সচেতন। তাই বিউটি ও হেলথ সেক্টারের চাহিদা বাড়ছে। সেই কথা মাথায় রেখে ৬ সপ্তাহের একটি সার্টিফিকেট বিউটিশিয়ান কোর্স করানো হবে বিনামূল্যে।’
মহিলাদের স্বনির্ভর করতে দুর্গাপুরে বিনামূল্যে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ
RELATED ARTICLES