সংবাদদাতা,দুর্গাপুর,৩০ জানুয়ারীঃ জেমুয়া ভাদুবালা হাই স্কুলের ৫২ তম বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু। স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন,পড়াশোনার সাথে সাথে এই স্কুলে বিভিন্ন ধরণের গঠনমূলক শিক্ষাও দেওয়া হয়। পড়াশুনা,খেলাধূলা, সর্বক্ষেত্রে পারদর্শীতার জন্য এনামুল হক ও জাহানারা হক স্মৃতি পুরস্কার লাভ করে শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে প্রীতি চক্রবর্তী। এছাড়া সর্বক্ষেত্রে সেরার সেরা পারদর্শীতার জন্য স্নেহা পারভিন ও খেলাধূলায় মোমেনা খাতুন পুরস্কৃত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ছাত্রছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সলিল চৌধুরীর কথা ও সুরে ‘ওহে নন্দলাল’ নাটিকাটি মনোজ্ঞভাবে উপস্থাপিত করা হয়। শুভ দাসগুপ্তর ‘আমিই সেই মেয়ে’ কবিতার উপর নৃত্যরূপ সুন্দরভাবে উপস্থাপিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেমুয়া ভাদুবালা স্কুলের শিক্ষক আসরাফুল মন্ডল ও রাজশেখর মুখার্জী। এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়, ডা. সত্যজিত বোস, রক্তদান আন্দোলনের সংগঠক কবি ঘোষ,লেখক প্রণয় রায়, পুলিশ আধিকারিক নাসরিন সুলতানা,কবি রাজীব ঘাঁটি,সুবীর রায়,মধুমিতা জাজোদিয়া,শম্ভু জাজোদিয়া,আয়ুব আনসারিদেরও।
জেমুয়া ভাদুবালা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গুণীজনদের সম্বর্ধনা
RELATED ARTICLES