নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৩ নভেম্বরঃ কালীপুজো শেষ হতেই বাংলার ঘরে ঘরে আরও এক উৎসব আয়োজিত হয়। সেটা হল ভ্রাতৃদ্বিতীয়া। এদিন ভাইবোনেরা একত্রিত হয়ে এই পারিবারিক উৎসব পালন করে। বোনেদের ভাই দাদাদের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেয় বোনেরা। ভাইয়েরাও বোনেদের আশীর্বাদ করে তাদের উপহার দিয়ে থাকে। বহু যুগ ধরে এই পারিবারিক উৎসব চলে আসছে। বর্তমানে তো এটা এক সামাজিক উৎসবে পরিণত হয়েছে। শুধু পরিবারের মধ্যেই নয়। বিভিন্ন ক্লাব ও সংস্থার পক্ষ থেকেও ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়।দুর্গাপুরেও বিভিন্ন এলাকায় এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। যেমন দেখা গেল শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নন কোম্পানি বিক্রিয়েশন ক্লাবে।এখানে প্রভাতী প্রাণায়াম ও লাফিং ক্লাবের বোনেরা ক্লাব প্রাঙ্গণে এক প্রাণবন্ত ভাই ফোঁটার অনুষ্ঠান আয়োজন করে। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা”। বোনেরা এই কথাগুলো বলে বয়স্ক ভাই ও দাদাদের কপালে চন্দনের তিলক পরিয়ে দেয়। মাথায় দেয় ধান দুর্বা। স্বাভাবিকভাবেই এ এক স্মৃতিমেদুর আবেগঘন ভাইফোঁটা।বর্তমানে বিশ্বজুড়ে বোনেরা ভাল নেই।চারধারে তাদের নারীত্ব লাঞ্ছিত হচ্ছে। তাই বোনেদের সুরক্ষা দিতে সৌহার্দ্যের বন্ধনে বাঁধতে এই অনুষ্ঠানে উপস্থিত বরিষ্ঠ ভাইয়েরা বোনেদের বোনফোঁটা দেয়। অভিনব এই বোন ফোঁটায় সবাই উৎসাহের সাথে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার এ জি এম(ফিজিওথেরাপি) তপন বাদ্যকর, প্রাণায়াম প্রশিক্ষক প্রণয় রায়, ক্লাব সম্পাদক বিপ্লব চৌধুরী, ডাঃ সুভাশিস চক্রবর্তী প্রমুখ। প্রাণায়াম প্রশিক্ষক প্রণয় রায় বলেন,প্রতি বছরই এই ভাইফোঁটা অনুষ্ঠানটি খুব উৎসাহের সঙ্গে উদযাপিত হয়। প্রাণায়াম ক্লাবের শিক্ষার্থী দিদিরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করেন।
বোনেদের সুরক্ষায় ভাইয়েরা ফোঁটা দিল বোনেদের
RELATED ARTICLES