Sunday, November 24, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গদলের সংগঠনের সদস্যরাই হামলা করল তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহ-সভাপতির উপর

দলের সংগঠনের সদস্যরাই হামলা করল তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহ-সভাপতির উপর

সংবাদদাতা,লাউদোহাঃ বৃহস্পতিবার ইসিএলের ঝাঁঝরা এরিয়া অফিসের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসি-র (কয়লা খাদান শ্রমিক সংগঠন) সমর্থকদের হাতে আক্রান্ত হন জেলা পরিষদের সহ-সভাপতি তথা তৃণমূল নেতা বিষ্ণুদেও নুনিয়া। ঘটনা সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১ টা নাগাদ ঝাঁঝরা এরিয়া অফিসে কর্পোরেট ওয়েলফেয়ার মিটিং ছিল। সেই মিটিংয়ে স্বীকৃত পাঁচটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পায়নি তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি। সেই কারণে এরিয়া অফিস গেটের বাইরে বিক্ষোভ দেখায় কেকেএসসি সংগঠনের সমর্থকেরা। ঠিক সেই সময় নিজের গাড়ি নিয়ে এরিয়া অফিসে মিটিং এ যোগ দিতে ঢুকছিলেন বিষ্ণুদেব নুনিয়া। তখন তার গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে ভেঙ্গে যায় গাড়ির হেডলাইট, কাঁচ। মারধরের শিকার হন গাড়ির ড্রাইভার মোহাম্মদ সিরাজ। সেই মুহূর্তে কোনক্রমে গাড়ি মুখ ঘুরিয়ে তারা ঘটনাস্থল ছাড়েন। উল্লেখ্য, বিষ্ণুদেব নুনিয়া একধারে জেলা পরিষদের সহ সভাপতি অন্য ধারে তৃণমূল নেতা।‌ কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসির পরিবর্তে তিনি এইচএমএস সংগঠন করেন। এই সংগঠনের উচ্চ পদে রয়েছেন তিনি। বিষ্ণুদেওবাবু বলেছেন, কেকেএসসি-র লোকজনেরা তার গাড়ির উপর হামলা চালায়। সেখান থেকে কোনক্রমে বেরিয়ে আসেন। পালিয়ে না এলে আক্রান্ত হতাম বলে বিষ্ণুদেও বাবু জানান। আক্রমণকারীদের নামে থানাতে অভিযোগ করবেন বলেও জানান তিনি। অন্যদিকে হামলার কথা অস্বীকার করা হয়েছে কেকেএসসি সংগঠনের পক্ষ থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments