বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ বিশ্ব বাংলা শারদ সম্মান সেরা পুজো,সেরা প্রতিমা,সেরা মন্ডপ ও সেরা সমাজ সচেতনতা পুরস্কার ঘোষণা করল রাজ্য সরকার। পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে সেরা পুজোর সম্মান অর্জন করেছে মার্কনি দক্ষিনপল্লী ও অগ্রনী সাংস্কৃতিক পরিষদ। সেরা প্রতিমার সম্মান পেয়েছে দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন পুজো কমিটি ও অম্বুজানগরীর উর্বশী পুজো কমিটি। সেরা মন্ডপের সম্মান অর্জন করেছে চতুরঙ্গ পুজো কমিটি ও ফুলঝোড় দুর্গা পুজো কমিটি। সেরা সমাজ সচেতনতার সম্মান পেয়েছে নবারুন অ্যাথেলেটিক্স ক্লাব ও সেপকো সর্বজনীন পুজো কমিটি। চতুরঙ্গ এবার দিল্লীর অক্ষরধাম মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছে। ফুলঝোড় করেছে হিন্দুত্বের প্রতিক ওঁ। এই ওঁ প্রতীকের ওপর থিমের মন্ডপ তৈরি করা হয়েছে। শুক্রবার ষষ্ঠীর সন্ধা থেকে শিল্পনগরীর রাস্তায় মানুষের ঢল নেমেছে ঠাকুর দেখার জন্য। শহরের গুরত্বপূর্ণ পুজো মন্ডপগুলিতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। যানজট সামলাতে রাস্তায় ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার আছে। এছাড়া সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে বিভিন্ন পুজো এলাকায়।
সেরা পুজোর তালিকায় মার্কনি,অগ্রনী,নবারুণ,উর্বশী,চতুরঙ্গ
RELATED ARTICLES