সংবাদদাতা,বাঁকুড়া: বাঁকুড়া কেন্দ্রের পদ্ম প্রার্থী সুভাষ সরকারের প্রচার চলাকালীন উত্তেজনা ছড়াল ছাতনায়। এমপি থাকাকালীন গত পাঁচ বছরে তিনি কী কাজ করেছেন জানতে চাইলে এক তৃণমূল নেতাকে হেনস্থা, মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিয়ো (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘ টিভি সেভেন’) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার সকালে ছাতনার তেঘরি অঞ্চলে ভোটের প্রচার করছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। উত্তেজনা ছড়ায় সেখানকার জগন্নাথপুর মোড়ে। ওই ভিডিওতে দেখা গিয়েছে হুড খোলা গাড়ির সামনে গিয়ে প্রার্থীর সঙ্গে কথা বলতে যান পেশায় আইনজীবী তথা ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের আবিরচন্দ্র মন্ডল। তার কিছু সময়ের মধ্যেই ঠেলাঠেলি হতে দেখা যায় ওই ভিডিয়োতে। আবির বলেন, ‘ওখানে আমাদের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন হচ্ছিল। বিজেপির প্রচার গাড়ি এসে থামে। জয় শ্রী রাম স্লোগান দেওয়ার পাশাপাশি আমাদের কর্মীদের লক্ষ করে গালিগালাজ করে বিজেপির কর্মীরা। প্রতিবাদ করলে আমাদের কর্মীদের ধাক্কা দেওয়া হয়। এরপর আমি সরাসরি প্রার্থী সুভাষ সরকারকে গিয়ে প্রশ্ন করি আপনি পাঁচ বছর এমপি ছিলেন, এলাকার ও জনসাধারণের জন্য কী কাজ করেছেন? উত্তর না দিয়ে প্রার্থী আমাকে ঠেলে সরিয়ে দেন। এরপর বিজেপি কর্মীরা আমাকে ঘিরে ধরে হেনস্থা ও মারধর করে। আমাদের অন্যান্য কর্মীদেরও মারধর করা হয়েছে’। এ নিয়ে সুভাষ সরকার সংবাদমাধ্যমে বলেন, ‘তেঘরি অঞ্চলে বিজেপির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি। সাড়ে ১৪ লক্ষ টাকার কাজ হয়েছে এমপি ল্যাডেরই। বাকী অন্যান্য কাজ তো আলাদা। সেটা হজম করতে পারেনি। সে (আবির) বাইরের একজনকে সঙ্গে করে নিয়ে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে আমাকে চেজ করে। হাতে একটা পাঞ্চ নিয়ে ছিল। ফলে যে পাঞ্চ নিয়ে থাকবে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ। তাই মহিলারা তেড়ে গিয়েছে। তবে আমাদের বিজেপির কার্যকর্তারা তাকে রক্ষা করেছে। মারধরের ঘটনা কিছু ঘটেনি’।পুলিশ জানিয়েছে, ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। সেই মতো তদন্ত শুরু হয়েছে।
‘পাঁচ বছরে কি কাজ করেছেন ‘ – বিজেপি প্রার্থীকে তৃণমূল নেতার প্রশ্ন ঘিরে উত্তেজনা বাঁকুড়ায়
RELATED ARTICLES