নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩০টি পরিবার।বাঁকুড়ার ধলডাঙ্গাতে এই যোগদান ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা। বাঁকুড়া ১ নং ব্লকের জগদ্দলা ১ নং গ্রাম পঞ্চায়েতের ধলডাঙ্গায় তৃণমূলের সভায় জামবনী গ্রামের প্রায় ৩০টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের৷ তৃণমূল বাঁকুড়া ১ নং ব্লক সভাপতির দাবি, বিজেপির পরিবারগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও বিজেপি এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি দলের এই ভাঙ্গন ফের আর একবার অস্বস্তি বাড়াল গেরুয়া শিবিরকে।
জনগর্জন সভার আগে বাঁকুড়ায় গেরুয়া ছেড়ে ঘাসফুলে ৩০টি পরিবার
RELATED ARTICLES


 
                                    
