নিউজ ডেস্ক,২৩ নভেম্বরঃ এক মাসের মধ্যেই মহিলাদের ক্রিকেটে আরও একটা বিশ্ব কাপ এলো ভারতে। গত ২ নভেম্বর বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীত কৌর,স্মৃতি মান্থানা,রিচা ঘোষেরা। তার ঠিক ২১ দিন পরে এবার দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। শ্রীলঙ্কার কলম্বোতে ফাইনালে দৃষ্টিহীনদের মহিলা টি ২০ ক্রিকেট বিশ্বকাপে নেপালকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। উল্লেখ্য, এই টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি ভারত। গ্রুপ ম্যাচের পর সেমিফাইনালেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ফাইনালে টসে জিতে নেপালকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল ভারত। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থেমে যায় নেপাল। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সারিতা ঘিমিরে। জবাবে মাত্র ১২.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। ভারতের ফুলা সরেন ২৭ বলে অপরাজিত ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া করুণা কে ২৭ বলে ৪২ রান করেন। শেষে বাসন্তী হাঁসদা ১৩ রান করে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। এবছর ভারত এবং শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং নেপালের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আমেরিকার মহিলা দল। সব দলকে হারিয়ে শেষ পর্যন্ত ভারতের নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হল।
দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপও জিতল ভারত
RELATED ARTICLES



