Tuesday, July 1, 2025
Google search engine
Homeরাজ্যরক্তদান শিবির আয়োজনে স্কুলের প্রাক্তনীদের সংস্থা

রক্তদান শিবির আয়োজনে স্কুলের প্রাক্তনীদের সংস্থা

প্রণয় রায়,দুর্গাপুরঃ সংস্থার নাম ‘দুর্গাপুর আগ্রহ’।এই তৈরী করেছেন ইস্পাতনগরীর  আকবর রোড গার্লস হাই স্কুলের প্রাক্তনীরা। উদ্দেশ্য হল-সমাজের পিছিয়ে পড়া মহিলা ও শিশুদের বিভিন্ন রকম সহায়তা প্রদান করা। বছরের বিভিন্ন সময়ে সদস্যরা কোন না কোন কর্মসূচীতে একত্রিত হন। রবিবার তারা শহরের এজোন এলাকার ফাইন আর্টস ক্লাবে আয়োজন করেছিল একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। এখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,  এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,  দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যা রাখি তিওয়ারি,প্রাক্তন কাউন্সিলার মনি দাসগুপ্ত প্রমূখ। ‘দুর্গাপুর আগ্রহ’র সম্পাদিকা রুমা দাস জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করতে তারা বিভিন্ন কর্মযজ্ঞে তারা সামিল হয়েছেন। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ছাপ্পান্ন জন।এছাড়া অনেক অতিথি সদস্য আছেন যারা এই সংস্থার বিভিন্ন কর্মযজ্ঞে অংশ নেন। সংস্থার সভানেত্রী রূপসী বিশ্বাস জানান, দুর্গাপুর মহাকুমা হাসপাতালের সহযোগিতায় এই স্বেচ্ছা রক্তদান শিবিরে মোট ৩২ জন রক্তদান করেছেন। মহিলাদের পাশাপাশি একাধিক পুরুষ রক্তদাতাও ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments