দুর্গাপুর,২৯ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী দুর্গাপুর ইস্পাত কমিটির পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হল বেনাচিতি হেলথ সেন্টার প্রতিবন্ধী অফিসে। ২০ জন প্রতিবন্ধী ভাই-বোনেরা এই শিবিরে রক্ত দেন। উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন বাম বিধায়ক সন্তোষ দেব রায়, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষক সুদেব রায়, দুর্গাপুর মেন হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিস্ট তপন বাদ্যকর, ললিত মিশ্র, দীপক ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী বর্ধমান জেলার সভাপতি অনুপ সিনহা। সঞ্চালক ছিলেন মিঠু চক্রবর্তী। অনুষ্ঠানে বাপি চ্যাটার্জি সঙ্গীত পরিবেশন করেন। দৃষ্টিহীন প্রতিবন্ধী কবিতা পাঠ করেন। এছাড়া বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি তাঁদের জীবনের কথা তুলে ধরেন। সংগঠনের সভাপতি নিমাই ঘোষ ও সম্পাদক গৌতম ঘোষ জানান, থ্যালিসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে থাকার লক্ষ্যে তাদেরসংগঠন সাধ্য মতো কাজ করে চলেছে।এই কর্মসূচি তারই এক অঙ্গ।
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে রক্তদান
RELATED ARTICLES