প্রণয় রায়,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং (মেনস)চাম্পিয়নশীপ ২০২৩ এবার অনুষ্ঠিত হল দুর্গাপুরের মিশ্র ইস্পাত সংস্থার স্টেডিয়ামে। স্টেট বডি বিল্ডিং মেনস ফিজিকস চাম্পিয়নশীপে অংশ গ্রহণে নির্বাচন করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন বডি বিল্ডিং ক্লাবের ব্যায়ামবীররা এখানে অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী উজ্জ্বল মুখার্জি,উত্তম মুখার্জি,প্রাক্তন কাউন্সিলার মণি দাসগুপ্ত, নির্মল সাহা,কমলেন্দু মিশ্র প্রমূখ। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত এশিয়ান বডি বিল্ডিং চাম্পিয়নশীপে রৌপ্য পদক প্রাপ্ত ব্যয়ামবীর নীলকান্ত ঘোষ এখানে দেহ সৌষ্ঠব প্রদর্শন করেন। সংস্থার সাধারণ সম্পাদক নির্মল সাহা জানান, ক্রিকেট,ফুটবলে সরকারী সহায়তা থেকে শুরু করে প্রচুর স্পন্সর এগিয়ে আসে। কিন্তু শরীর চর্চায় এই সব প্রতিযোগিতার জন্য কোন রকম আর্থিক সহায়তা মেলেনা। তাই তাদের শরীরচর্চার ব্যয় বহন করা খুব সমস্যা হয়। তিনি বলেন, এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জিমের আশি জনেরও বেশী প্রতিযোগী অংশ নেয়। এদের থেকে নির্বাচিত প্রতিযোগীরা রাজ্য পর্যায়ের প্রতিযেগিতায় অংশ নেবে।
পশ্চিম বর্ধমান জেলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা দুর্গাপুরে
RELATED ARTICLES