নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ লোকসভা ভোটের দিন ঘোষণা না হলে জেলায় জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত এলাকায় যাতে কোনো ধরনের অশান্তি না হয় এবং ভোটারদের মনে যাতে কোনো ভয় সঞ্চার না হয় তার জন্যই অনেক আগে থেকে জওয়ানদের পাঠানো হয়েছে। কিন্তু তারমধ্যেই একাধিক এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। যেমন আবার বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসিতে। উদ্ধার হয় ৭টি বোমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়,গলসি ১ নম্বর ব্লকের রায়পুর ক্যানেল বাঁধের ধারে একটি ঝোপে সাদা রঙের বস্তার মধ্যে উদ্ধার হয় সাতটি তাজা বোমা। খবর পেয়ে মঙ্গলবার রাত থেকেই জায়গাটি ঘিরে রাখে গলসি থানার পুলিশ। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডে।বুধবার দুপুরে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড বোমাগুলিকে নিস্ক্রিয় করে। বোমা ভর্তি বস্তাটি কিভাবে ওই জায়গায় এলো এবং কারাই বা কি উদ্দেশ্যে ওই বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে গলসি পুলিশ।