নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ প্রয়াত হয়েছেন এ রাজ্যের দু’বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে বালিগঞ্জে তাঁর পাম এভিনিউয়ের বাসভবনে বৃহস্পতিবার সকাল ৮.১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই সারা রাজ্যেই বামকর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজ্যের রাজনৈতিক মহলও প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করে। গোটা রাজ্যের সাথে দুর্গাপুরেও সিপিআইএম পার্টির নেতাকর্মী সমর্থকরা তাঁকে শ্রদ্ধা জানান। সিটি সেন্টারের বহুজাতিক শপিং মলের সামনে থেকে বহু বামকর্মী সমর্থকরা শোক যাত্রা শুরু করেন। গণসংগীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান দলের কর্মীরা। গোটা সিটি সেন্টার জুড়েই চলে শোকযাত্রা। উল্লেখ্য,মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই সিটি সেন্টারের অম্বুজানগরী সহ এলাকার একাধিক প্রকল্পের সূচনা হয়েছিল। একাধিক বেসরকারি হাসপাতাল,কারখানা,সরকারি শপিং মলের উদ্বোধন হয়েছিল। সেই তিনি আজ প্রয়াত। তাই তাঁর স্মৃতি বিজড়িত এই এলাকায় জড়ো হয়েই বুদ্ধদেববাবুকে শেষ শ্রদ্ধা জানান বাম নেতাকর্মী সমর্থকরা। তবে,অনেক সাধারন মানুষও রাস্তায় নেমে বাম আমলের শেষ মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান। বুদ্ধবাবু প্রয়াণকালে রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত যাদবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। ১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধবাবু। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাতেও তার সমান আগ্রহ ছিল। তাই,বুদ্ধবাবুর প্রয়াণে বাংলার সাহিত্য সংস্কৃতি জগতেও নেমে এসেছে শোকের ছায়া।
গণসংগীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা দলের নেতাকর্মীদের
RELATED ARTICLES