Tuesday, December 3, 2024
Google search engine
HomeUncategorizedব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চার লক্ষ ৬৫ হাজার টাকা ছিনতাই করে...

ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চার লক্ষ ৬৫ হাজার টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা

সার্থক কুমার দে,অন্ডালঃ লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে পালালো দুষ্কৃতির দল। সোমবার বেলা সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে উখরা- মাধাইগঞ্জ রোডে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে,সোমবার বেলা সাড়ে ১১ টা নাগাদ সরকারি লাইসেন্স প্রাপ্ত দেশি মদ ব্যবসায়ী তাপস কুমার মন্ডল উখড়া হনুমানডাঙ্গা এলাকার দোকান থেকে ব্যাগে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে জমা করতে যাচ্ছিলেন স্টেট ব্যাংকের বাঁকোলা শাখাতে। স্কুটিতে করে যাওয়ার সময় মাধাইগঞ্জ রোডে তাপসবাবুর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাপসবাবু জানান, “দোকান থেকে রোজ ব্যাংকে যাই টাকা জমা করতে। প্রতিদিনই রাস্তা পরিবর্তন করে ব্যাংকে পৌঁছায়। এদিন মাধাইগঞ্জ রোড দিয়ে যাচ্ছিলাম। মূল রাস্তা থেকে গলির রাস্তায় ঢোকার সময় রাস্তার উপর একজন বাইক নিয়ে ও অন্য দুজন রাস্তার একদিক থেকে অন্য দিক পার হচ্ছিল। সেই কারণে স্কুটির গতি কম করি। সেই সুযোগে আচমকাই রাস্তা পারাপার করা দু’জন আমার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। প্রচন্ড জ্বালাতে আমি চোখ খুলতে পারছিলাম না। ওই দু’জন আমার কাঁধে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আমি বাধা দিচ্ছিলাম। কিছুক্ষণ ধস্তাধস্তির পর আমার ব্যাগ ছিনিয়ে দুষ্কৃতীরা গলির ভিতর দিয়ে পালিয়ে যায়”। ঘটনার কথা তিনি উখরা ফাঁড়ির পুলিশকে তখনই মৌখিকভাবে জানানোর পর লিখিত অভিযোগ দায়ের করতে থানাতে যান। প্রকাশ্যে দিবালোকে এরকম দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments