বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সম্প্রতি স্নেহাশিস তালুকদার নামে সিআইএসএফের এক কনস্টেবলকে আটক করে সিবিআই। এরপর বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুর,আসানসোল,কলকাতা সহ একাধিক জায়গায় কয়লা কারবারের সঙ্গে যুক্ত এবং অভিযুক্ত এমন বেশ কয়েকজনের বাড়িতে হানা দেয় সিবিআই। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে ভিড়িঙ্গি অঞ্চলে আনন্দনগরে সৌরভ আচার্য নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সিবিআই। ২০১৮ সাল থেকে আনন্দনগরে রঞ্জন সাহা নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন সৌরভ। এদিন সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পাঁচজন সিবিআই আধিকারিক সৌরভের বাড়িতে আসেন। পাঁচজনের দলে একজন মহিলা ছিলেন। প্রায় পাঁচ ঘন্টা ধরে তল্লাশি করার পরে বেশ কিছু নথি সংগ্রহ করে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। কি কারণে সিবিআই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সেই বিষয়ে কোনও মন্তব্য করেন নি সৌরভ। এলাকায় তিনি একজন পরিবহন ব্যাবসায়ী হিসাবে পরিচিত বলে জানা গেছে।
কয়লা পাচার কান্ডে ফের সক্রিয় সিবিআই
RELATED ARTICLES