সাথী প্রামানিক,পুরুলিয়াঃ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের যৌথ রুট মার্চ শুরু হল পুরুলিয়ায়। শুক্রবার সকালে বান্দোয়ান,বিকেলে কাশীপুর সহ বিভিন্ন থানা এলাকায় দেখা গিয়েছে গ্রামাঞ্চলে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীদের। ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও,লোকসভা নির্বাচনের প্রাক মূহুর্ত থেকে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত এলাকার সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকার জনগণকে ভরসা জোগাতে বৃহস্পতিবার রাত্রে বলরামপুর শহরে যৌথ রুট মার্চ করে বলরামপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় সি আর পিএফ বাহিনীর জওয়ানেরা। সেখানে রুট মার্চের নেতৃত্বে ছিলেন বলরামপুর থানার ওসি কৌশিক ব্যানার্জী। জানা গিয়েছে ঐদিন সন্ধ্যায় রাঙ্গাডি থেকে রুট মার্চ শুরু হয় এবং বলরামপুর চকবাজার ,বাসস্ট্যান্ড সহ বলরামপুর শহর পরিক্রমা করে। জেলায় আগে থেকেই মাওবাদী দমনে মোতায়েন থাকা ১০ কোম্পানির মধ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডোমিনেশনের কাজে মোতায়েন করা হয় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে। শুক্রবার রাত থেকেই পুরুলিয়ার বলরামপুর ছাড়াও বান্দোয়ান এলাকায় সিআরপিএফের ৬৬ এবং ১৬৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রুটমার্চ শুরু করে। শনিবারও জেলার বিভিন্ন জায়গায় জওয়ানদের দেখা যায়।
কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের যৌথ রুট মার্চ পুরুলিয়ায়
RELATED ARTICLES