Saturday, December 21, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গ৩০০-র বেশি শিক্ষার্থীর আবৃত্তিতে মঞ্চে তৈরী হল মনোরম কোলাজ

৩০০-র বেশি শিক্ষার্থীর আবৃত্তিতে মঞ্চে তৈরী হল মনোরম কোলাজ

প্রণয় রায়,দুর্গাপুরঃ ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’ –  এই কবিতা দিয়ে শুরু হলো এক অসাধারণ আবৃত্তির কোলাজ। একে একে হারিয়ে যাওয়া সেইসব স্বাধীনতার সেনানিরা ইস্পাতনগরীর বিধান ভবনের প্রেক্ষাগৃহে  উপস্থিত হলেন মঞ্চে উপস্থিত সমবেত আবৃত্তিকাদের আবৃত্তির কোলাজে। অনুষ্ঠানটি ছিল ছন্দনীড় আবৃত্তি শিক্ষা কেন্দ্রের চতুর্দশ বার্ষিক উৎসব। সংস্থার পুরোধা আবৃত্তি শিক্ষিকা মনিকা চক্রবর্তী বললেন, সারা বছর ধরে তার কাছে আবৃত্তি শিক্ষার্থীরা যা শিক্ষা লাভ করে এই বার্ষিক অনুষ্ঠানে তারই কিছু ঝলক ওরা বিভিন্ন আবৃত্তি কোলাজের মধ্যে দিয়ে পরিবেশন করে। ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী তাদের আবৃত্তির ডালি নিয়ে হাজির ছিল মঞ্চে,যা এক মনোরম কোলাজের আকার নিয়েছিল। শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী সব বয়সী আবৃত্তি শিক্ষার্থীদের কন্ঠে  পরিবেশিত হল নানান রঙের কবিতা। ছন্দে বর্ণে ও পরিবেশনায় যা ছিল অতুলনীয়। মাঝে মাঝে আমন্ত্রিত সংস্থাগুলোর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা দেয়। এই অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে ছিলেন  শিশু সাহিত্যিক উৎপল কুমার ধারা ও শিশু সাহিত্যিক পবিত্র চট্টোপাধ্যায়। পরিপূর্ণ বিধান ভবন প্রেক্ষাগৃহে চার ঘন্টা ধরে চলা এই অনুষ্ঠানটি পরিবেশনার গুণে যথেষ্ট মনোগ্রহী হয়ে উঠে ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments