নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ তিনদিন ব্রত উপাস পূজা পাট অর্ঘ্য নিবেদনের শেষে আজ ভোরে সূর্য দেবের নিকট অর্ঘ্য নিবেদন করে ছট পূজার পরিসমাপ্তি ঘটল। দেশের বিভিন্ন জায়গার সঙ্গেই বাঁকুড়াতেও মহাসমারোহে পালিত হল ছট উৎসব। তিনদিনের কঠিন ব্রত উপবাস পালন করে ছট পূজা ব্রতি হয়েছিলেন মূলতঃ হিন্দি ভাষাভাষী মানুষজন। শুধুমাত্র হিন্দি ভাষাভাষী মানুষজনই নয়,এই পুজো এখন ছড়িয়ে পড়েছে সব ধর্ম সব মানুষের মধ্যে। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাট, দ্বারকেশ্বর নদীর মিনাপুর, পাতাকলা, লোকপুর সহ বিভিন্ন নদী ঘাটে আজ ভোরের সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনে উপচে পড়ল ভিড়। সকলেই নিজে নিজে মনস্কামনার পূরণের প্রার্থণা জানান সূর্য দেবতার কাছে।
সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনে ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়
RELATED ARTICLES