সার্থক কুমার দে,অন্ডালঃ সোমবার ইসিএল এর বাংকোলা এরিয়ার খান্দরা কোলিয়ারির নাগকাজোড়া ইউনিটে সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউ এর সভা হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তথা সিপিআইএম দলের পলিটব্যুরো সদস্য তপন সেন, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, শ্রমিক নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ অন্যরা। এদিন বক্তৃতায় তপনবাবু কয়লা শিল্প বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ১৯৯১ সালে নরসিমা রাও সরকারের আমল থেকে কখনো কংগ্রেস সরকার, কখনো জোট সরকার আবার সাম্প্রতিককালে বিজেপির সরকারের আমলেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে পারছে না। তবে ঘুর পথে বিজেপি সরকার কয়লা শিল্পকে বেসরকারি সংস্থা,বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য এমডিও (মাইন ডেভেলপার এন্ড অপারেটর ) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে বন্ধ এবং চালু কয়লা খনি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা এই প্রকল্পের বিরোধিতা করছি। কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে ধীরে ধীরে সব কোলিয়ারি মালিকদের হাতে চলে যাবে। তাই এই প্রকল্প বাতিলের বিরুদ্ধেও শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে জানান তপনবাবু। সংগঠনের পক্ষে আহমেদ খান জানান কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে এদিনের সভাটি হয়।
কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে সিআইটিইউ’র সভা
RELATED ARTICLES