নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মন্দিরে তালা বন্ধ।বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কালি মন্দিরে গেলেন তবুও তার কালি দর্শন হল না।কারণ মন্দিরের মূল গেটে তালা দেওয়া ছিল। শনিবার পূর্ব বর্ধমানের ভাতাড়ের এরুয়ার গ্রামে নির্বাচনী প্রচারের কর্মসূচি অনুযায়ী সেখানে যান।চায়ে পে চর্চায় অংশ নেওয়ার আগে দিলীপ ঘোষ মন্দিরে যান কালি দর্শনে।আর সেখানেই গোল বাঁধে। ক্ষুদ্ধ দিলীপ ঘোষ বলেন, গোটা রাজ্যের কলকারখানা, স্কুল কলেজ সবই তালাবন্ধ।তাই মন্দিরের তালা বন্ধ আছে।তবে মন্দিরের সেবাইতরা বলেন, এখানে বিজেপি বলে মন্দিরের দরজায় তালা বন্ধ তা একেবারেই ভুল কথা। দুপুরে ভোগ খাওয়ার পর দেবী শয়নে যান।এটা পূর্ব পুরুষের আমল থেকে চলে আসছে।সেবাইত জয়শঙ্কর মিশ্র বলেন,সকাল ৮ টার সময় একবার মন্দিরের দরজা খোলা হয় পরিস্কারের জন্য।তারপর দুপুরে অন্ন ভোগ হয়।পুজো হয়।মা ভোগ খাওয়ার পর দুপুরে শয়নে যান। আবার রাত ৮ টার সময় দরজা খোলা হয়।
মন্দিরে তালা, কালী দর্শন না পেয়ে রেগে গেলেন দিলীপ ঘোষ
RELATED ARTICLES