সংবাদদাতা,অন্ডালঃ উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে এলাকার মহিলাদের দেওয়া হল নতুন বস্ত্র উপহার। মঙ্গলবার রাতে বস্ত্রদান অনুষ্ঠানটি হয় উখড়া বাজারে অবস্থিত তৃণমূল কার্যালয়ে। উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি তথা উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরণ সাইগল,অঞ্চল কমিটির সহ-সভাপতি মিতন পান্ডে,পঞ্চায়েত সদস্য গুজন হাজরা সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। শরণ সাইগল জানান, এদিন ২০০ জন দুঃস্থ মহিলাকে পুজো উপলক্ষে শাড়ি উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার আরও ১৫০ জন শিশুকেও নতুন বস্ত্র দেওয়া হবে।