Thursday, October 31, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গভোটের প্রচারে ২৩ ও ২৪ এপ্রিল পূর্ব বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী

ভোটের প্রচারে ২৩ ও ২৪ এপ্রিল পূর্ব বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান: ২৩ ও ২৪ এপ্রিল ৩ টি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী আগামী ১৩ মে চতুর্থ পর্যায়ে বোলপুর, বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহন। তার আগে আগামী ২৩ ও ২৪ এপ্রিল পর পর দুই দিন ভাতার, গলসী ১ ও আউশগ্রামে ৩ টি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর তৎপরতা আউশগ্রামে। শনিবার আউশগ্রাম স্কুলমাঠে সভাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ দল। সঙ্গে ছিলেন জেলা পুলিশ কর্তারা। তারা অস্থায়ী হেলিপ্যাডের কাজকর্মও খতিয়ে দেখেন। এরপরেই আউশগ্রাম স্কুলে তারা একটি সমন্বয় বৈঠকে মিলিত হন। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ, জেলার অতিরিক্ত পুলিশসুপার অর্ক ব্যানার্জী, ডিএসপি বীরেন্দ্র কুমার পাঠক-সহ অনান্যরা। অন্যদিকে, শনিবার সভাস্থল পরিদর্শনে যান আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউশগ্রাম ১ ও ২ ব্লক তৃণমূলের সভাপতি অরূপ সরকার ও সেখ আব্দুল লালন সহ অনান্যরা। মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তা সহ যাবতীয় কাজকর্ম নিয়ে এদিন সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়।তাছাড়াও আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে স্থানীয় হাসপাতাল, দমকল কেন্দ্র সহ বেশকিছু প্রয়োজনীয় পরিষেবা নিয়ে আলোচনা করা হয়।একই সাথে আউশগ্রামের সভা সেরে যদি মুখ্যমন্ত্রী সড়ক পথে গলসির সভায় যোগ দেন সেক্ষেত্রে কোন পথে রওনা দেবেন তার সম্ভাব্য রুটম্যাপও তৈরি করা হয়। তবে সাম্প্রতিক সময়ের অত্যধিক তাপপ্রবাহ নিয়ে রীতিমতো চিন্তিত পুলিশ প্রশাসন থেকে দলীয় নেতারা। এব্যাপারে আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আব্দুল লালন জানান, মুখ্যমন্ত্রীর সভা ঘিরে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আউশগ্রামবাসী। আমাদের ধারণা লক্ষাধিক মানুষ এই সভায় যোগ দেবেন আর তাপপ্রবাহে যাতে কারোর কোন সমস্যা না হয়, সেজন্য পর্যাপ্ত পানীয় জল, ওআরএস-এর বাড়তি ব্যবস্থা রাখা হচ্ছে। বাসে চেপে বহু মানুষ সভায় আসবেন তাই তাদের আসা বা যাওয়ার পথে যাতে কোনো রকমের অসুবিধা না হয় তা দেখার জন্য প্রচুর দলীয় স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments