প্রণয় রায়,দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি তথা এডিডিএ দুর্গাপুর ও দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন গ্রামে নিরবচ্ছিন্নভাবে উন্নয়নের কাজ করে চলেছে। রাস্তাঘাট নির্মাণ ও তার সংস্কার,কমিউনিটি হল নির্মাণ ও তার সংস্কার এবং দুর্গাপুরের ব্যস্ত এলাকা থেকে অনুমোদনবিহীন ও জবর দখল করা দোকানপাট উচ্ছেদ করে শহরকে পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। শনিবার দুর্গাপুরের নন কোম্পানি হাউজিং এলাকার নন কোম্পানি হাউসিং অ্যাসোসিয়েশনে একটি কমিউনিটি হল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায় ও উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি। এসোসিয়েশন ভবন সংলগ্ন এলাকায় একটি কমিউনিটি হল নির্মিত হবে যার ফলে এই এলাকার নাগরিকেরা উপকৃত হবেন। এটি নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৭ লক্ষ ৭৩ হ্হাজার টাকা। মন্ত্রী তার ভাষণ দুর্গাপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এডিডিএ- র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দুর্গাপুর শহর জুড়ে রাস্তাঘাট প্রশস্ত করার সাথে সাথে সংস্কারও করা হচ্ছে। পয়ঃ প্রণালীর নিয়মিত সংস্কার হচ্ছে। দুর্গাপুর সংলগ্ন গ্রামগুলিতে এডিডিএ বিভিন্ন প্রকল্প রুপায়ণ করছে। এই উদ্যোগের জন্য তিনি এডিডিএর চেয়ারম্যান কবি দত্তর প্রশংসা করেন। অনুষ্ঠানে কবি দত্ত বলেন, দুর্গাপুর জুড়ে প্রচুর কাজ হচ্ছে। প্রশস্ত হচ্ছে রাস্তাঘাট এবং রাস্তাঘাটের সংস্কারের কাজও চলেছে। তিনি আরও বলেন, এডিডিএ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবে কিন্তু তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানকার নাগরিকদের। ড্রেনগুলি বন্ধ হয়ে যাচ্ছে যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারের জন্য। এদিকে সবার নজর রাখা দরকার। দুর্গাপুরের জনবহুল এলাকায় যত্রতত্র অনুমোদনহীন দোকানপাট তুলে দিতে গেলেই অনেক সময় স্থানীয় মানুষ আপত্তি জানাচ্ছেন। এর ফলে সেই এলাকার উন্নয়নের কাজ বিঘ্নিত হচ্ছে জানিয়ে তিনি সবাইকে মানবিক হতে আহ্বান করেন এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতার আবেদন করেন।
সিটি সেন্টারের নন্ কোম্পানী হাউসিংয়ে নতুন ভবনের শিলান্যাস
RELATED ARTICLES



