নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৯ মার্চঃ ভিন রাজ্য থেকে আলু তোলার কাজে এসে এক মহিলা বাস যাত্রীর ব্যাগ চুরির অভিযোগে মেমারী থানার ঝিকরা থেকে পুলিশ গ্রেফতার করেছে এক দম্পতিকে। শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মনোজ মির্ধা ওরফে ক্যাপ্টেন টুডু এবং তাঁর স্ত্রী মমতা হেম্বরম ওরফে তালাময়। ধৃতদের বাড়ি ঝাড়খন্ডের দুমকা জেলার রামগড় থানার অন্তর্গত দাঁড়ো মির্ধাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির সিমলা এলাকার বাসিন্দা জয়নাব বিবি গত বৃহস্পতিবার মন্তেশ্বরের ভাগরা থেকে বাস ধরে মেমারি আসছিলেন। মেমারী বাস স্ট্যান্ডে নামার সময় জয়নাব বিবি দেখেন, বাসের বাংকারে রাখা তার নিজের দুটি ব্যাগ নেই। এই ঘটনায় তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে অভিযুক্ত এক দম্পতিকে শুক্রবার বিকালে ঝিকরা এলাকা থেকে গ্রেফতার করে এবং চুরি যাওয়া জয়নাব বিবির দুটি ব্যাগ ও ব্যাগের ভিতরে থাকা সোনা ও রুপার বেশ কিছু অলংকারও উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে ঐ দম্পতি ঝাড়খণ্ড রাজ্য থেকে মেমারীতে এসেছিলেন আলু তোলার কাজে।
আলু তোলার কাজ করতে এসে ব্যাগ চুরির দায়ে গ্রেপ্তার দম্পতি
RELATED ARTICLES